এবারের এপিকটায় স্পেশাল মেনশন জিতলো বাংলাদেশের র‌্যাবিটহোল

৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৮  

 এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি খাতের সম্মানজনক এশিয়া প্যাসিফিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ড ২০২৩-এ অংশ নিয়ে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতলো দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটি ও ভিডিও-অন-ডিমান্ড প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। ৪৮ ঘণ্টার প্রতিযোগিতা শেষে বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে পুরস্কার গ্রহণ করেছেন কনটেন্ট ম্যাটারস লিমিটেডের চেয়ারম্যান এ এস এম রফিক উল্লাহ রোমেল ও দলীয় সদস্য মশিউর রহমান।

এসময় বেসিস সাবেক সভাপতি এবং প্রতিযোগিতা হেড জাজ সৈয়দ আলমাস কবির ছাড়াও এপিকটা প্রেসিডেন্ট ফুলভিও ইনসেরা ও হংকং কম্পিউটার সোসাইটির (এইচকেসিএস) প্রেসিডেন্ট রকি চ্যাং উপস্থিত ছিলেন।

হংকং সরকারের প্রধান তথ্য কর্মকর্তার কার্যালয় এবং হংকং কম্পিউটার সমিতি যৌথ আয়োজনে সাইবারপোর্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাইবার পোর্টে ১৬টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে তিনটি দল অংশ নেয়। বাকি দুইটি দল হলো- স্কেলি-ল্যাবস এবং ইজোরা সলিউশন লিমিটেড। এই তিনটি প্রতিষ্ঠান পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনোটিতে ‘উইনার’ পদক বা ‘মেরিট’ সম্মাননা অর্জন করতে পারেনি। তবে প্রতিযোগিতায় ২৫ মিনিটের পিচিং সেশনে নিজেদের ওটিটি র‌্যাবিট হোল এর মাধ্যমে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের লাইভ খেলা বিচারকদের সামনে সরসরি সম্প্রচার করে দেখায় কনটেন্ট ম্যাটারস।

হংকং এর ডিজনিল্যান্ড হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি এপিকটার ২৩তম আসর শেষে ২৪তম আয়োজক দেশ হিসেবে ব্রুনাইয়ের নাম ঘোষণা করা হয়।